নিজস্ব প্রতিবেদক
৪২ লাখ টাকা আদায়ের মামলায় মণিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনসহ দুইজনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত। সমনে আগামী ২৫ মে বিবাদীদের আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী বনি আমিন। এ মামলার অপর আসামি একই এলাকার হারুন অর রশীদ।
মামলার অভিযোগে জানা গেছে, অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের মণিরামপুর মৌজার ৩৬৮ খতিয়ানের ১৩৫/২৯৭ দাগের .০৯১ শতক (পাকাভবনসহ) জমি বিক্রির জন্য বাদীর সাথে বিক্রি চুক্তি করে ৪১ লাখ ৯১ হাজার টাকা নেন। এরপর শহীদ ইকবাল জমি রেজিস্ট্রি করে না দিয়ে ঘোরাতে থাকেন। টাকা ফেরত চাইলেও দেননা। সর্বশেষ আব্দুল কাদের গত ২০ ফেব্রুয়ারি ৪১ লাখ ৯১ হাজার টাকা আদায়ের দাবিতে অতিরিক্ত জেলা দায়রা জজ ও অর্থঋণ আদালত যশোরে মামলা করলে বিচারক অভিযোগটি গ্রহণ করে পরবর্তিতে আদেশের দিন ধার্য করেন। যা শুনানি শেষে বিবাদী ইকবাল হোসেন ও হারুন অর রশীদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত।
