নিজস্ব প্রতিবেদক
ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর এখন জয়জয়কার। বিশেষ করে প্রিয়তমা দেখতে সিনেমা হলে মানুষের উপচে পড়া ভিড়। রোববার যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হলে প্রিয়তমার সবগুলো শো ছিলো হাউজফুল। যশোরসহ আশপাশের জেলাগুলো থেকে প্রিয়তমা ছবিতে শাকিব খান ও ইধিকা পালের প্রেমজ সম্পর্কে দেখতে ছুটে এসেছিলেন সিনেমা প্রেমীরা। প্রিয়তমা দেখে দর্শকরা বললেন শাকিব খানের অভিনয়ে মুগ্ধ তারা।
‘প্রিয়তমা রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। দারুণ গল্প, অভিনয় আর প্রিয়তমার শেষ পরিণতি দেখে অঝোরে কেঁদেছেন অনেক দর্শক। কেউ আবার নিজের জীবনের অতিতকেও খুঁজে পেয়েছেন এই সিনেমায়। আবার কেউ খুঁজতে এসেছেন প্রিয়তমার প্রিয়তমাকে।
দীর্ঘ ১২ বছর পর পরিবার নিয়ে হলে এসেছেন রোকেয়া বেগম। জানালেন বাংলাদেশে সিনেমার প্রেক্ষাপট বদলেছে। একটা সময় ছিলো পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্য মানুষ সিনেমা হলে আসতেন। তবে মাঝে অনেকটা সময় রুচিহীন ডায়লগ আর গল্পে সয়লাব হয়েছিলো দেশীয় সিনেমা। সেই জায়গা থেকে পুনরায় ফিরে এসেছে বাংলা ছায়াছবি। প্রিয়তমা সম্পর্কে বললেন, শাকিব খান বাংলাদেশের গর্ব। দারুণ গল্প আর অভিনয়ে মুগ্ধ হতে বাধ্য দর্শক।
জীবনে প্রথম হলে এসেছে দারুণ অভিজ্ঞতা হলো কলেজ পড়ুয়া লিজা খাতুনের। বরাবরই শাকিব ভক্ত লিজা। তবে হলে সিনেমা দেখার পরিবেশ না থাকায় সাহস করে কখনো এমুখো ফেরেননি। জানালেন, শাকিব খান ও ইধিকা পালের অভিনয়ে মুগ্ধ হয়েছেন তিনি।
নড়াইল থেকে সিনেমা দেখতে এসে সবুজ সুলতান জানালেন নিজের জীবনের অতীত দেখতে পেয়েছেন প্রিয়তমা সিনেমায়। মনে ধরেছে সিনেমার একটি ডায়লগ ‘ তোর থেকে হাজারগুন সুন্দরি মেয়ে বিয়ে করে দেখাবো’ ।
হল মালিক জিয়াউল ইসলাম মিঠু জানান, শাকিব খানের ছবি সবসময় ব্যবসা সফল হয়। তবে প্রিয়তমা হয়তো রেকর্ড ভাঙতে চলেছে। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা এখন পর্যন্ত সব গুলো শো হাউজফুল চলেছে।
হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত। এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। ‘প্রিয়তমা’য় আরো অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী।
