নেংগুড়াহাট প্রতিনিধি: কাতার বিশ্বকাপে মুসলিম দেশ সেনেগালের ভালো ফলাফলের আশায় মনে প্রাণে ভালোবেসে সমর্থন জানিয়ে যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের ফুটবল খেলোয়াড় ও ফুটবল প্রেমিক শতাধিক যুবক শুক্রবার বিকেলে মদনপুর বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছে।
সমর্থনকারী ও ফুটবল প্রেমিক মদনপুর বাজারের জোনাকির আলো সমবায় সমিতির নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম তোতা বলেন, আমিসহ সমর্থকরা বিগত ২০১৪, ২০১৮ বিশ্বকাপ খেলা দেখেছি। সেনেগাল দলের খেলার ধরণ কলাকৌশল দেখে আমরা সন্তষ্ট হয়ে এবারের বিশ্বকাপে দলটিকে সমার্থন করেছি।
এ ছাড়া সেনেগাল এর প্লেয়াররা অধিক পরিশ্রমী, প্রতিটি প্লেয়ারের নিজস্ব একটি করে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে। আশ্চর্য্যজনক হলেও সত্য যে সেনেগাল দলের প্লেয়াররা কাতার বিশ্বকাপে আশার সময় সকল প্লেয়ার পাঞ্জাবি পাজামা পরিহিত হয়ে ইসলামী বেশে এসেছে।
তাই সব দিক দিয়ে বিবেচনায় আমরা মদনপুরের ফুটবল প্রেমিক খেলোয়াড়সহ স্থানীয় শতাধিক যুবক সেনেগালকে সমর্থন করেছি।