শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বুড়িগোয়ালিনী ৭১ নং ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে মধুর পাশ বিতরণ উদ্বোধন করা হয়েছে। এদিকে উদ্বোধনী মধুর চাক চুরি হওয়ায় মধু কাটতে না পেরে বিভাগীয় বন কর্মকর্তা কৌশলে স্থান ত্যাগ করেন। এ নিয়ে বুড়িগোয়ালিনীতে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জ ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, মধু গবেষক মইনুল আনোয়ার, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, ওয়াল টিমের আবু জাফর, সিএনএস’র প্রতিনিধি শহিদুল ইসলাম, মৌয়াল আব্দুল হাকিম প্রমুখ।
আলোচনা শেষে ১৫৩টি নৌকায় মধু আহরণের পারমিট প্রদান করেন অতিথিবৃন্দ।
দোয়া পরিচালানা করেন হাফেজ রেজাউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ফরেস্টার মনিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রতিবারের ন্যায় কলাগাছি বন টহল ফাঁড়ি সংলগ্ন এলাকায় মধুর চাক কাটতে যান বিভাগীয় বন কর্মকর্তা। কিন্তু এবছর মধুর চাকটি চোরারা কেটে নেয়ায় তিনি কৌশলে স্থান ত্যাগ করেন। এদিকে বন সদস্যদের পাহারা দিয়ে রাখা মধুর চাকটি কেটে নেয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা দালাল সিন্ডিকেটের মাধ্যমে চোরাকারবারিদের দিয়ে সুন্দরবনের মধু কেটে সাবাড় করার কারণে দীর্ঘদিনের উদ্বোধনী আনুষ্ঠানিকতা এবার নষ্ট হয়েছে।