নিজস্ব প্রতিবেদক
ঈদের দিন মধ্যবিত্তের পাতে গরুর মাংস ও পোলও তুলে দিতে এবার ব্যতিক্রমী আয়োজন করেছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। পোল্ট্রির দামেই গরুর মাংস বিক্রি করেছে সংস্থার ‘আইডিয়া-সানাবিল লস প্রোজেক্ট’। বাজারদর ৭২০ টাকা হলেও এ বাজারে গরুর মাংস বিক্রি করা হয়েছে মাত্র ২৯০ টাকায়। পোলাও এর চাল ৮০ টাকা কেজি, তেল ১২০ টাকা লিটার ও ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হয় চিনি। মোট ১২৭০ টাকার পণ্য এই বাজার থেকে একজন ক্রেতা কিনতে পারছেন ৫৩৫ টাকায়। সাথে সেমাই, বাদাম, কিসমিস, গুড়ো দুধ ও মাংসের মশলা ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে।
গতকাল মঙ্গলবার ভিন্নধর্মী এই বাজার বসেছিল যশোর শহরের খড়কি এলাকায় আইডিয়া সমাজকল্যাণ সংস্থা প্রাঙ্গনে। ‘আইডিয়া-সানাবিল লস প্রোজেক্টে’র অধীনে ‘মধ্যবিত্তের ঈদ বাজারে’ মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত ৫৫৭টি পরিবার সেখান থেকে বাজার করতে পেরেছে।
ক্ষুদ্র দোকানদার পলাশ এই বাজার থেকে পণ্য ক্রয় করে বলেন, ঈদের দিন ব্রয়লার কিনতাম ছেলেমেয়ের জন্য, পোলাও কিংবা গরুর মাংস তো দূরের কথা। সেখানে এই সংস্থার জন্যে আমরা সাধ্যের মধ্যে ক্রয়ক্ষমতা পেয়েছি। এবার ঈদে আমার পোলাও-মাংস খেতে পারবো।
নাছিমা খাতুন নামে এক ক্রেতা জানান, এই বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারায় এবার ঈদে ছেলেমেয়েদের নিয়ে পোলাও-মাংসের স্বাদ নিতে পারবো।
‘মানবকল্যাণে আমরা ঠকতে চাই’ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের বসানো এই ভিন্নধর্মী বাজারের প্রশংসা করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান প্রমুখ। গতকাল মঙ্গলবার ‘মধ্যবিত্তের ঈদবাজার’ পরিদর্শনে এসে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্বেচ্ছাসেবকদের হাতে ফুল দিয়ে মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।
তিনি বলেন, মাসব্যাপী আইডিয়ার এই ভিন্নধর্মী বাজার রীতিমতো সাড়া ফেলেছে সারাদেশে। যশোরের একঝাঁক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী এভাবে যোগ হয়ে এই ভালো কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। নিজের ভালো লাগা থেকে এবং স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যেই বাজার পরিদর্শনে আসা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক বলেন, মধ্যবিত্তের ঈদ বাজার কোন দান নয়, ত্রাণ নয়-বরং মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনার ক্ষুদ্র প্রচেষ্টা। আমার একঝাঁক শিক্ষার্থী যোগ হয়ে মাসব্যাপী মানবকল্যাণে ঠকতে চাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলো রমজান মাসব্যাপী। সেখানে যুক্ত হন নানান বিত্তবান ও চিত্তবান মহৎ মানুষেরা। চেষ্টা করেছি কিছু সংখ্যক মধ্যবিত্ত পরিবারের ঈদ আনন্দের শামিল হওয়ার।
উল্লেখ্য, রমজান মাসব্যাপী প্রতিষ্ঠানটি ‘আইডিয়া-সানাবিল লস প্রোজেক্ট’র আওতায় ৫৫৭টি মধ্যবিত্ত পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় ৯টি পণ্য বাজারদরের অর্ধেক মূল্যে বিক্রি করেছে; ৪র্থ সপ্তাহে এসে ‘মধ্যবিত্তের ইদ বাজার’ এর মধ্য দিয়ে সমাপ্ত হচ্ছে এই প্রকল্প।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান জানান, তাদের এই উদ্যোগের কারণে ঈদের দিন যাতে কিছু মধ্যবিত্ত পরিবার খাবার টেবিলে খুশি থাকে সেটাই তাদের মূল লক্ষ্য।
আয়োজনে উপস্থিত ছিলেন আইডিয়া-সানাবিল লস প্রোজেক্টের সমন্বয়ক হারুন অর রশিদ, আইডিয়া সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান, আইডিয়া স্পোকেনের কোর্ডিনেটর নাবিলা সুলতানা, ভার্চুয়াল প্লাটফর্ম উইনির সিইও মল্লিকা আফরোজ প্রমুখ।
