নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সংঘবদ্ধ অপরাধী চক্র মুখোশ পরে রাস্তায় পথচারীদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে মালামাল। গভীর রাতে তারা অস্ত্র হাতে এলাকায় ঘোরাফেরা করে বেড়াচ্ছে বলে সম্প্রতি একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সিসি ক্যামেরার ওই ফুটেজে দেখা গেছে, ধারালো অস্ত্রধারীরা বিভিন্ন বাড়িতে প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনের কড়া নজরদারি না থাকায় অপরাধীরা বড় ধরনের অপরাধ ঘটাতে পারে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করেছেন।
সূত্র মতে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেজপাড়া মেইন রোড, পূজারমাঠ, নলডাঙ্গা সড়কে প্রতিনিয়ত গভীর রাত থেকে ভোর পর্যন্ত ৭-৮ জনের মুখোশধারী অপরাধীরা হাতে ধারালো অস্ত্র হাতে ছিনতাই করছে। যারা ঢাকা থেকে গভীর রাত বা ভোরবেলা আসছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে। এমনকি ভোর বেলা যারা হাঁটতে বের হন তারাও ছিনতাইকারী চক্রের কাছে মালামাল হারাচ্ছেন। গত ৮ মে এ চক্রের ছুরিকাঘাতে একজন ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছিলেন। বিষয়টি নিয়ে করণীয় ঠিক করতে গত ৯ জুন বেজপাড়া নলডাঙ্গা সড়কে এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সন্তোষ দত্ত। তিনি জানান, সম্প্রতি বেজপাড়া এলাকায় মুখোশধারী অস্ত্রধারীরা অপরাধ করে চলেছে। যা বিভিন্ন বাড়ির সিসি ক্যামরায় দেখা গেছে। তারা বেজপাড়া মেইন রোডের মসজিদ গলি, বিহারীপাড়ার সড়ক, পূজারমাঠ ও নলডাঙ্গা সড়কে ছিনতাই করছে। এমনকি এসব সন্ত্রাসীরা বিভিন্ন বাড়ির গেট খুলে প্রবেশের চেষ্টা করছে বলে একটি ফুটেজে দেখা গেছে। এতে অনেকে আতংকিত হয়ে পড়েছেন।
এব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বিষয়টি নিয়ে কেউ আমাদেরকে অবহিত করেনি। তবে পুলিশ অপরাধীদের ছাড় দেবে না। খোঁজ নিয়ে দেখবে কারা এসব করছে।
