দম্পতিকে কুপিয়ে জখম, শিশুদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা দাসপাড়ায় গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনায় গৃহকর্তা ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয় বাসিন্দা নির্মল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭–৮ জনের একদল মুখোশধারী ডাকাত প্রাইভেট কার ও মোটরসাইকেলে এসে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। ঘরে প্রবেশের পরপরই তারা পরিবারের দুই শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
ডাকাতদের বাধা দিতে গেলে নির্মল দাস ও তাঁর স্ত্রী সুষমা রানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করা হয়। এরপর শিশুদের প্রাণনাশের হুমকি দিয়ে আলমারি ও ড্রয়ারের চাবি ছিনিয়ে নেয় ডাকাতরা। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘর থেকে প্রায় ৭–৮ ভরি স্বর্ণালঙ্কার এবং ধান বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।
আহতদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দম্পতি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসীর ভাষ্য, ঘটনার পর রোহিতা দাসপাড়াসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নির্মল দাস বলেন, “সবকিছু হারিয়ে আমরা নিঃস্ব। বাচ্চাদের মেরে ফেলার ভয় দেখিয়ে ওরা সব নিয়ে গেছে।”
পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে তদন্ত চলছে এবং অভিযানে জোর দেওয়া হয়েছে।
