নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে পিকআপভর্তি গরু চুরি করে পালানোর সময় পুলিশের ধাওয়ায় পিকআপ ও গরু উদ্ধার হয়েছে। এ ঘটনায় চোরচক্রের হামলায় খেদাপাড়া ফাঁড়ির এএসআই রইচ উদ্দিন ও কনস্টেবল নাছির আহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খেদাপাড়া এলাকার আজগার আলীর একটি গরু চুরি করে চারজন চোর পিকআপে করে নিয়ে যাচ্ছিল। টহলকালে এএসআই রইচ উদ্দিন ও অপর এক পুলিশ সদস্য চোরচক্রকে থামতে সংকেত দিলে তারা দুই পুলিশকে আঘাত করে পালিয়ে যায়।
পরে থানা পুলিশের ধাওয়া খেয়ে চোরচক্র যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চলে পিকআপ ও গরুটি ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত পিকআপ ও গরু থানায় নেওয়া হয়েছে।
আহত দুই পুলিশ সদস্য মনিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

