ঢাকুরিয়া প্রতিনিধি
জুলাই শহীদ স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোর একাদশ। রোববার মনিরামপুরের ঢাকুরিয়া খেলার মাঠে যশোর একাদশ ১০ রানে নওয়াপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে। ঢাকুরিয়া ক্রিকেট একাডেমি আয়োজিত টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যশোর একাদশ। নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান করে। দলের পক্ষে সাথী ৩৩ রান করেন। জবাবে নওয়াপাড়া ক্রিকেট একাদশ ৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে। প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন যশোর ক্রিকেট একাদশের ওহিদুল ইসলাম।
খেলা শেষে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জি এম রাকিব হাসান রকি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মতিউর রহমান, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোল্লা মিজান, আরিফ বিল্লাহ, আনিসুর রহমান, ব্যবসায়ী হান্নান সরদার প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্নস্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য মুসফিকুর রহমান।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৯ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৬ হাজার ২শ টাকা প্রাইজমানি হিসেবে দেয়া হয়েছে। প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টকে মোবাইল ফোন পুরষ্কার প্রদান করা হয়।
খেলার আয়োজন করেন ঢাকুরিয়ার ইউনিয়নের সাবেক ছাত্র নেতা ও ক্রীড়া প্রেমী মামুন হোসেন। সহযোগিতা করেছেন মুসফিকুর রহমান, সোহান, তারেক, মেহেদী, রাতুল, রাব্বিসহ ক্রিকেট একাডেমির সকল সদস্যবৃন্দ। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার খালিদ হাসান ইমন ও তারেক রহমান।
