নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মনিরামপুর বাজারসংলগ্ন তেল পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক রাজু ও হেলপার এরফান। তারা দুজনেই সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সকালে যশোর থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল একটি মাছবোঝাই ট্রাক। মনিরামপুর বাজারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেন। এতে চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।