নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর
যশোরের মনিরামপুরে তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন গেল প্রায় চার মাস। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মন্টু ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাজহারুল আনোয়ার কর্মস্থলে অনুপস্থিত আছেন। এই তিন পরিষদে সেবামূলক কাজ সচল রাখতে তিনজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
মশ্মিমনগর ইউনিয়ন পরিষদে দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না, দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হককে। ইউএনও নিশাত তামান্না সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, ৫ আগস্টের পর থেকে মশ্মিমনগর, ঝাঁপা ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করে পরিষদে উপস্থিত হয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে বারবার তাগিদ দেওয়া হয়েছে। তারা পরিষদে হাজির হতে অপারগতা প্রকাশ করেছেন। ফলে তিন পরিষদে সেবার মান সচল রাখতে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে ইউএনও নিশাত তামান্না বলেন, কতদিন প্রশাসকেরা পরিষদের দায়িত্বে থাকবেন সেই ব্যাপারে নির্ধারিত কিছু বলা হয়নি। এই তিন চেয়ারম্যানের ভাতা আপাতত বন্ধ থাকবে।
সূত্রমতে, ৫ আগস্টে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের পর মনিরামপুরে ১৩টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাকিরা কাজে যোগ দিলেও পরিষদে ফেরেননি মশ্মিমনগর, ঝাঁপা ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এতে করে ভোগান্তিতে পড়েন এই তিন পরিষদে সেবা নিতে আসা নাগরিকেরা।
