উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় বিপত্তি
নিজস্ব প্রতিবেদক
যশোরে সাপের কামড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আজিম (৩)। একই ঘটনায় তার বড় বোন হালিমা খাতুন (৮) হাসপাতালে ভর্তি রয়েছে। এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে মনিরামপুর উপজেলায়। জানা যায়, উপজেলা হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম না থাকা এবং ওঝার ঝাড় ফুঁ’র কারণেই শিশুটির প্রাণহানি ঘটে।
মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান একজন পরিবহন চালক। তিনি তার পরিবার নিয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। রোববার রাতে আব্দুর রহমানের তিন সন্তান আজিম, হালিমা ও আকলিমা তাদের মা তানজিলা খাতুনের সাথে মেঝেতে ঘুমিয়ে ছিল।
সোমবার ভোর ৪টার দিকে একটি বিষাক্ত সাপ প্রথমে আজিমকে এবং পরে তার বোন হালিমাকে কামড় দেয়।
তাদের চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত তাদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়।
হাসপাতাল থেকে ফিরে অসহায় পরিবারটি আহত দুই শিশুকে নিয়ে প্রথমে পেয়ারাতলা গ্রামে এক ওঝার কাছে যায়। সেখানে কোনো লাভ না হওয়ায় তারা চালকিডাঙ্গা গ্রামের আরেক ওঝার কাছে যায়। সেই ওঝার ঝাড়ফুঁকের সময়ই শিশু আজিমের মৃত্যু হয়। এরপর হালিমাকে আবার মনিরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আফসার আলী জানান, সাপে কামড় দেওয়ার পর প্রথম কামড়ে সব বিষ বেরিয়ে যাওয়ায় শিশু আজিমের মৃত্যু হয়েছে। দ্বিতীয়বার তার বোন হালিমাকে কামড়ানোর সময় বিষ কম থাকায় সে বেঁচে গেছে। তিনি এই বর্ষাকালে ঘরের মেঝেতে না ঘুমানোর পরামর্শ দিয়েছেন। একই সাথে তিনি সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দিয়েছেন।
