মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন। আজ শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান মনিরামপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
অর্থদণ্ড দেওয়া ৮ প্রতিষ্ঠানের মধ্যে মা কালী ষ্টোর (২), শেখর ষ্টোর, আবু হুজাইফা ষ্টোর ও সরদার বিপনীকে দুই হাজার টাকা করে আট হাজার টাকা, সুধীর ষ্টোর ও আবু হুরাইরা ষ্টোরকে তিন হাজার করে ছয় হাজার টাকা এবং দ্বীপ ষ্টোর ও মা কালী ষ্টোরের (১) সত্ত্বাধিকারী প্রতাপ কুন্ডুকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সঠিকভাবে মূল্য তালিক সংরক্ষণ না করায় এবং প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলী হাসান নিশ্চিত করেছেন।
এসিল্যাণ্ড আলী হাসান বলেন, জরিমানার পাশাপাশি আমরা কাঁচা বাজার, মাছের আড়ৎ ও ফলপট্টিতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি। একদিনের মধ্যে এখানকার ব্যবসায়ীরা মূল্য তালিকা সংরক্ষণ করবেন এমনটি আমাদের জানিয়েছেন। রমজানে জনগণের ভোগান্তি কমাতে অভিযান অব্যহত থাকবে।
থানার উপ-পরিদর্শক (এসআই) আবুবকরসহ পুলিশের একটি দল অভিযানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির আহ্বান প্রধানমন্ত্রীর