আব্দুল্লাহ সোহান, মনিরামপুর
যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আসাদুজ্জামান মিন্টু। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে স্থান পেয়েছেন মফিজুর রহমান। আর সহসভাপতি হয়েছেন ৫ জন। তারা হলেন জিএম মিজানুর রহমান, অ্যাডভোকেট মকবুল হোসেন, অ্যাডভোকেট মুজিবর রহমান, অধ্যক্ষ গাজী সাত্তার ও মতলেব হোসেন। যুগ্ম সম্পাদক হয়েছেন সামছুজ্জামান শান্ত ও নাজমুল হক লিটন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু বক্কর সিদ্দিকী ও খান শফিয়ার রহমান। আর কোষাধ্যক্ষ হয়েছেন রবিউল ইসলাম।