নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান শুভ ও কুলটিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অহেদুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার যশোর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদল যশোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মনিরামপুর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান শুভ ও কুলটিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অহেদুজ্জামান-কে প্রাথমিক সদস্য পদ-সহ সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হল। ছাত্রদল যশোর জেলা শাখা ও অধীনস্থ ইউনিট সমূহের সকল নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক কোন সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। ছাত্রদল যশোর জেলা শাখার সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি আজ (গতকাল) এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ছাত্রদল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। কিন্তু দলীয় নির্দেশনা ভঙ্গ করায় মনিরামপুর উপজেলা ছাত্রদলের দুইজনকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে সবাইকে দলের নির্দেশনা মানার অনুরোধ করেন তিনি।
