নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ে রোববার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিন যশোরের ৫টি আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন ১১ নেতা। মনোনয়ন ফরম সংগ্রহ করার প্রথম দিনে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তারা। ৬টি আসনের বর্তমান সংসদ সদস্য ও শীর্ষনেতারা এদিন কেউ দলীয় মনোনয়ন ফরম ক্রয় না করলেও রবিবার অধিকাংশ নেতাকর্মী দলীয় মনোনয়ন ফরম ক্রয় করবেন বলে তাদের ঘনিষ্টজনরা জানিয়েছেন।
দলীয় মনোনয়ন ফরম ক্রয় করা নেতাকর্মীরা হলেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম, তার ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশিষ ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান। যশোর-৩ সদর আসন থেকে মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক দেলোয়ার রহমান দিপু। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসন থেকে মনোনয়ন পেতে দলের ফরম ক্রয় করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য এস এম আলমগীর হাসান রাজীব। যশোর-৫ (মণিরামপুর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ন সুলতান সাদাব দলের মনোনয়ন ফরম ক্রয় করেছেন। যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজ ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম। মনোনয়ন সংগ্রহ করা এসব নেতৃবৃন্দকে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে আসতেও দেখা গেছে। এছাড়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ বর্তমান ৬টি আসনের সংসদ সদস্যরা আজ দলীয় মনোনয়ন ফরম ক্রয় করতে পারেন।
অন্যদিকে যশোর-১ (শার্শা) আসন থেকে মনোনয়ন পেতে আজ দলের ফরম ক্রয় করবেন বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন, দপ্তর সম্পাদক মুজিব-উদ-দৌলা সরদার কনক ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল ইসলাম। তাদের কাছের লোকজন গতকাল এতথ্য জানিয়েছেন।