মোংলা প্রতিনিধি: একটি ৭ বছর বয়সী কুমির উদ্ধার করে শুক্রবার রাতে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। কুমিরটি জেলেদের জালে প্রথমে ধরা পড়ে।
করমজলের ওসি হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রামপাল উপজেলার বগুড়া খালে শুক্রবার জেলেদের জালে কুমিরটি ধরা পড়ে। এরপর বন ও জলবায় পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (স্থানীয় এমপি ) বিষয়টি ফোন করে বন বিভাগকে অবহিত করলে বিকাল সাড়ে ৪টার দিকে কুমিরের বাচ্চটি উদ্ধার করে সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে আনা হয়। পরে রাতে সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়। কুমিরটির বয়স আনুমানিক ৭ বছর এবং এর দৈর্ঘ্য ৪ ফুট বলেও জানান কবির।