নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছার পারবাজারস্থ ঐতিহ্যবাহী জাগরণী সংসদের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় পুরস্কারপ্রাপ্ত মরহুম আনোয়ারুল ইসলামের পরিবারকে ৫ লাখ টাকার সঞ্চয়ী চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে জাগরণী আওয়ার স্কুল প্রাঙ্গণে ইফতার পূর্বক এক আলোচনা সভার মাধ্যমে এ চেক প্রদান করা হয়।
মরহুম আনোয়ারুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় ইফতার মাহফিলে জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মনজুর আলম নিশানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, জাগরণী আওয়ার স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমান, অধ্যাপক শফিয়ার রহমান, সংগঠনের কর্তা মাহবুব সরকার, জাগরণী সংসদের আহ্বায়ক মুনিরুল আলম মিশর প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ মরহুমের স্ত্রী বেবি খাতুন ও কন্যা আতিকা ইসলামের হাতে ৫ লাখ টাকার সঞ্চয়ী চেক তুলে দেন। সংক্ষিপ্ত বক্তৃতায় মনজুর আলম নিশান বলেন, মরহুম আনারুল ইসলাম জাগরণী-পারবাজার-ঝিকরগাছার সম্পদ ছিলো। আমরা তাকে ভুলি নাই। আমরা তার পরিবারের পাশে আছি, থাকবো। ইফতার মাহফিলে জাগরণী সংসদের সকল সদস্য ও মরহুম আনোয়ারুল ইসলামের পরিবাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
