মণিরামপুর প্রতিনিধি
মঙ্গলবার রাতে মণিরামপুরের জয়নগর কসাইখানার পাশে মরা গরু এনে নামকাওয়াস্তে জবাই দেয়ার সময় জনতা হাতে আটক হয় আব্দুল্লাহ নামের এক ভ্যানচালক। এ সময় তার সহযোগী আলমগীর কসাই ও সুমন হোসেনসহ অন্যরা পালিয়ে যায়। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে স্থানীয়রা ওই মরা গরুটি মাটিচাপা দিয়েছে। তবে অভিযোগ রয়েছে জনতার হাতে আটক হলেও ভ্যান চালক আব্দুল্লাহকে পুলিশ ছেড়ে দিয়েছে।
মণিরামপুরে কসাই আলমগীরের এ সিন্ডিকেটের সহযোগী হিসেবে কাজ করে আসছে গাংড়া এলাকার সুমন হোসেন, ভ্যান চালক আব্দুল্লাহসহ বেশ কয়েকজন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গাংড়া এলাকা থেকে একটি মরা গরু ভ্যানে করে নিয়ে আসে পৌরশহরের জয়নগর এলাকায় কসাইখানার পাশে বাগানের ভেতর।
প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান ও গৃহবধূ যমুনা বেগম জানান, গভীর রাতে বাগানের সামনে কসাই আলমগীর ও সুমনকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা বাগানের দিকে এগিয়ে গেলে কসাই আলমগীর হোসেন, সুমন হোসেনসহ অন্যরা পালিয়ে যায়। সেখান থাকা ভ্যানের উপর রাখা একটি মরাগরুসহ ভ্যান চালক আব্দুল্লাহকে আটকে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা থেকে এসআই এমরান আলী গিয়ে জনতার কাছ থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে।
এসআই এমরান আলী জানান, কাসই আলমগীর ও তার প্রধান সহযোগী সুমনকে আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে জনতার হাতে আটক আব্দুল্লাহ তার ভ্যানে করে গরুটি ৫০০ টাকা ভাড়ায় বহন করে এনেছিল। ফলে তাকে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, গরুর প্রকৃত মালিক গাংড়া গ্রামের আনিচ নামের এক কৃষক। এ ব্যাপারে আরোও খোজ নেয়া হচ্ছে।
থানা অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, বিষয়টি ভালো বলতে পারবেন এসি ল্যান্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আলী হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোন ব্যক্তিকে পাওয়া যায়নি। লোকজন নিয়ে বুধবার দুপুরে মরা গরুটি মাটিচাপা দেয়া হয়েছে।
আরও পড়ুন:ডোমার হোটেলের পাশে যেন ময়লার ভাগাড়
২ Comments
Pingback: যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী
Pingback: যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত