ঝিনাইদহ প্রতিনিধি: ইবির ঝাউগাছগুলো মরে যাচ্ছে। মাত্রাতিরিক্ত তাপে আর যথোপযুক্ত পরিচর্যা ও পানি শূন্যতায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কমিটির সদস্য মঞ্জুর জানান, বৃক্ষগুলো প্রায় ৩৫ বছর আগে রোপণ করা।
উপরমহলে আমরা বরাবর এই বিষয়ে জানাচ্ছি। ইতোপূর্বে প্রধান ফটকের কৃঞ্চচূড়া গাছ এভাবে মরে গেলে আমরা একটি গাছের স্থানে তিনটি চারা রোপণ করেছি।
এসেস্ট অফিসের পরিচালক টিপু সুলতান বলেন, গাছগুলো যেহেতু মরে যাচ্ছে, আমরা অচিরেই নতুন চারা লাগাবো।