নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিমুল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মসজিদের কমিটি গঠন নিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতারের পর পুলিশ এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকালে ঢাকা থেকে শিমুল হত্যায় জড়িত দুজনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। পরে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র।
গ্রেফতাররা হলেন- যশোর সদর উপজেলার গোবিলা গ্রামের জমির হোসেনের ছেলে বুলবুল হোসেন ও হযরত আলীর ছেলে নাইম ইসলাম।
শনিবার (২৩ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যশোরের পিবিআই পরিদর্শক মীর রেজাউল হোসেন।
মীর রেজাউল হোসেন বলেন, গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন শিমুল। পথিমধ্যে বুলবুল ও নাইম পথরোধ করে শিমুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এসে শিমুলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, শিমুলকে কুপিয়ে জখম করে রাতেই ঢাকা রওনা দেয় বুলবুল ও নাইম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের শনাক্তের পর শুক্রবার সকালে ঢাকার আব্দুল্লাহপুর থেকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাদের যশোর এনে রাতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। মসজিদের কমিটি গঠন নিয়েই এই হত্যাকাণ্ড বলেও জানিয়েছেন তারা।