মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং যুবলীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার জুম্মার নামাজ শেষে মহেশপুর কোটচাঁদপুরের বিভিন্ন মসজিদে তাদের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন ইউনিয়নে এই বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।