১৬ ডিসেম্বর—বাঙালির শৌর্য, বীরত্ব ও আত্মত্যাগের গৌরবময় ইতিহাসের দিন
ঢাকা অফিস
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। এই দিনটি বাঙালির বীরত্ব, আত্মত্যাগ ও জাতিসত্তার চূড়ান্ত বিজয়ের প্রতীক।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা
বিজয় দিবসের সূচনালগ্নে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে অংশ নেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তিনি পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক উত্তরণের যে নবযাত্রা শুরু হয়েছে, তা রক্ষার শপথ নেওয়ার দিন হিসেবেই আজকের দিনটি স্মরণীয় থাকবে।
ফ্লাই-পাস্ট ও বিশ্ব রেকর্ডের আয়োজন
বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকাবাহী স্কাইডাইভের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনী উপস্থাপন করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বেন।
দেশব্যাপী কর্মসূচি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলা, শিশুদের জন্য আবৃত্তি, প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর ও মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোও অনুরূপ কর্মসূচি পালন করছে।
রাজনৈতিক দলগুলোর কর্মসূচি
🔴 বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। সকাল ৭টায় নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
🟢 জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব র্যালি ও ম্যারাথনের আয়োজন করে। র্যালিটি শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত অগ্রসর হয়।
🟡 এনসিপি
জাতীয় নাগরিক পার্টি সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। বিকেল সাড়ে ৩টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগ্রাসনবিরোধী যাত্রা কর্মসূচি পালন করে দলটি।
