নিজস্ব প্রতিবেদক
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণ চান নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। এ দাবিতে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে বুধবার সকালে হাসপাতাল চত্বরে ‘মার্চ টু ডিজিএনএম’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়। দাবি পূরণ না হলে অব্যাহত কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আরজিনা খাতুন জানান, বিভিন্ন দাবি নিয়ে নার্সরা সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় মহাপরিচালক তাদের সঙ্গে বাজে আচরণ করেন। তিনি সেসময় বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ভুল ছিল। তিনি আমাদের নিয়ে, আমাদের পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। প্রথম দিনে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। কর্মসূচি থেকে অতি দ্রুত মহাপরিচালক মাকসুরা নূর পদত্যাগ দাবি করেন এবং না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেয়া হয়।
এছাড়াও বক্তব্য রাখেন, বিএনএ যশোর জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের নাসিং ইনস্ট্রাক্টর শরমিন সুলতানা পারভিন, মমতাজ বেগম বলেন, স্বপ্না বিশ্বাস, জান্নাত আরা, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তহমিনা আক্তার, বাদল সরকার প্রমুখ। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শতাধিক নার্স ও নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণ চান নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। তারই পরিপেক্ষিতে গত সোমবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন অধিদপ্তরের পরিচালক (অর্থ ও বাজেট) ডা. স্বপন কুমার মন্ডল। ওইদিন দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত পদত্যাগপত্র জমা দেন তিনি।