নিজস্ব প্রতিবেদক
যশোর-সাতক্ষীরা ভায়া মণিরামপুর-কেশবপুর সড়কে অবৈধ যানবাহন, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে যশোর বাস মালিক সমিতি। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে যদি ৩ দফা মানা না হয় তাহলে ১০ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করে ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হবে।
স্মারকলিপিতে বলা হয়েছে, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহন, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। কিন্তু প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। সম্প্রতি যশোর-খাজুরা মাগুরা সড়কে বাসের সাথে সংঘর্ষে ইজিবাইকের চালক ও যাত্রীসহ ৭ জন মারা যান। বাস মালিকরা সরকারকে ভ্যাট, ট্যাক্স পরিশোধ করলেও অবৈধ যানবাহন তা করছেনা। অথচ এদের কারণে বাসমালিকরা ব্যবসায় লোকসান দিয়ে বাসগুলো একের পর এক বিক্রি করে দিচ্ছে। অনেকে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। এমনতাবস্থায় এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে ১০ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করে যশোর-সাতক্ষীরা ভায়া মণিরামপুর- কেশবপুর সড়কে বাস চলাচল বন্ধ করতে আমরা বাধ্য হবো।
স্মারকলিপি দেবার সময় উপস্থিত ছিলেন যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক আরিফ চাকলাদার, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, কেশবপুর বাস মালিক ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জী প্রমুখ।