মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার্থে দুজনকে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুলবাড়িয়া গ্রামের জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজ পড়াকে কেন্দ্র করে শহিদুল গ্রুপ ও রুহুল আমিন গ্রুপের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ দেশী অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহিদুল গ্রুপের বজলু, ফজলু, জামাল, মুক্তার এবং সানোয়ার মারাত্মকভাবে আহত হয়। অপরদিকে রুহুল আমিন গ্রুপের ছেলে রুহুল আমিন, কামরুল, বকুল, রিংকু, কামরুলের ছেলে রানা এবং তামির গুরুতর আহত হয়। আহতদেরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনকে শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।