মহেশপুর প্রতিনি: ধিমহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিবুর রহমান, বিআরডিবি অফিসার বাহবুল ইসলাম, সহকারী কৃষি অফিসার গোলাম মোস্তফা,
ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী। উপজেলার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।