মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: রোববার দুপুরে মহেশপুর উপজেলার ভোগেরদাড়ি গ্রামে জয়নাল নামে দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ভোগেরদাড়ি গ্রামের নিজ বাড়ির উঠানে শিশু জয়নাল দুপুরে একাকী খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির টিউবওয়েলের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় শিশুটির লাশ সেখান থেকে উদ্ধার করেন তার স্বজনেরা।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।