মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুরে পরিবার পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোজাম্মেল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. জাহিদ আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা অধিদফতরের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অরুণ দাস, সহকারী কর্মকর্তা ফাতেমা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজু আহম্মেদ, মেডিকেল অফিসার ডা. উম্মে কুলছুম জাহান প্রমুখ।