ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর থেকে ৩ হাজার ১শ’ ৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৮ ব্যাটালিয়ন সদস্যরা। শনিবার ভোরে উপজেলার বেলেমাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি ৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলেমাঠ এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৫টি প্লাস্টিকের সাদা বস্তাভর্তি ৩ হাজার ১শ’ ৯১ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল সিরাপ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।