মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দু’যুবককে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে মহেশপুর থানার এসআই মাহমুদ রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর শিশুতলা বাজার থেকে ১০৫ পিস ইয়াবাসহ আশিক মাহমুদ নামে এক যুবককে আটক করেন। সে কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের আব্দুল ওয়াদুদ এর ছেলে।
অন্যদিকে এস আই শরীফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যশোর জেলার চৌগাছা থানার সাঞ্চাডাঙ্গা গ্রামের লক্ষন দাসের ছেলে মিঠুন দাসকে (২৮) ১ কেজি গাঁজাসহ কমলাপুর মোড় থেকে আটক করে।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।