মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে ছুতুব (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরূপপুর গ্রামে। আহত ছুতুবের মা মিনা বেগম মহেশপুর থানায় মামলা করে এখন বিপাকে। সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে হত্যার চেষ্টায় আবারও মেতে উঠেছে।
মামলার অভিযোগে জানা যায়, কুশুমপুর গ্রামের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করেই ইউপি নির্বাচনের পরের দিন মজনুর সাথে ছুতুবের পরিবারে মধ্যে জমিজমা সংক্রান্ত ছুতুব বিজয়ী মেম্বারের পক্ষে থাকায় পরাজিত মেম্বারের পক্ষের লোকজন ছুতুবের ওপর বর্বরচিত হামলা চালায়। হামলায় ছুতুবকে ফালা দিয়ে পেট ফেড়ে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে। তার স্ত্রীকে হাতের চারটি আঙ্গুল কেটে দেয় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
তার বৃদ্ধ মা মহেশপুর থানায় কুশুমপুর গ্রামের এনামুল, মজনু, উজ্জল, মজুর স্ত্রী তোহিদা, জনি, শহিদ, সাইফুল, কালুসহ ১২-১৪ জনের নামে মামলা করে। ছুতুব যশোর ও ঢাকায় চিকিৎসা নিয়ে বাড়ি আসলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। সে ঠিকমত কথা বলতে পারে না। পেট দিয়ে এখনও কষানি বের হচ্ছে। এমতাবস্থায় সন্ত্রাসী আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে এবং তাদের বাড়ি ঘরের উপর ইটপাটকেল নিক্ষেপ করছে। মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সকালে পরিবারের সকলকে নিয়ে মহেশপুর প্রেসক্লাবে এসে ছুতুবের স্ত্রী আরজু বানু কান্নায় ভেঙে পড়ে। মামলার বাদি ও পরিবারের লোকজন নিরাপত্তাহীনায় ভুগছে। তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইউনুস আলী বলেন, মামলার তদন্তাধীন। আসামীরা কেউ জামিনে আছে কেউ পলাতক রয়েছে। অচিরেই মামলার চার্জশিট দেয়া হবে বলে তিনি জানান।