ঝিনাইদহ প্রতিনিধি: ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার সকালে জেলার মহেশপুর সীমান্তের যাদবপুর বর্ডার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে তিন জন নারী ও সাত জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি যশোর, নড়াইল, পাবনা ও বাগেরহাট জেলায়।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর উপজেলার যাদবপুরের পারগোপালপুর গ্রামে অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরের ৫০০ গজ ভেতরে তাদের আটক করা হয়।