মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুর উপজেলার বেলের মাঠ গ্রামের শরিফুল ইসলাম (৩৪) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী গত ৬ মাস আগে নিখোঁজ হন। কোন হদিস মেলেনি। এ ঘটনায় মা রহিমা খাতুন মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি বলেন, ২০২১ সালের ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ছেলে শরিফুল স্থানীয় ফতেপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয় স্বজনদের বিষয়টি জানানো হয়। সাবাই মিলে তার খোঁজ করেও কোন হদিস পাওয়া যায়নি।