মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে মোবাইলে হুমকি দেয়া হয়েছে। এই বিষয়ে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মহেশপুর থানা সূত্র মতে, গত ২ জুন সকালে মহেশপুর উপজেলা আঃলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে মোবাইলে হুমকি দেয়া হয়। বলা হয় ‘আমি ট্রাকের লোক বলে পচে গেছি, আজমপুর ইউনিয়ন নিয়ে তোকে যেন মাথা ঘামাতে না দেখি; মাথা ঘামালে সাইজ করে দিবো।’
তিনি (সাজ্জাদ) আরো বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির কণ্ঠস্বর আজমপুর গ্রামের শরিফুল ইসলামের মতো মনে হয়। এই বিষয়ে মহেশপুর থানা ওসি মাহব্বুব রহমান কাজলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মহেশপুর থানায় এই বিষয়ে একটি জিডি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
