মহেশপুর প্রতিনিধি: মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক বছরে প্রায় সাড়ে ২২ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও মাদক জব্দ করেছে ৫৮ বিজিবি। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের ভেতরে আনা-নেওয়ার সময় ২২ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৮৮৪ টাকার স্বর্ণ ও মাদক জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৪২৭৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৩২৬ বোতল ফেনসিডিল, ৯০০৩ বোতল বিদেশি মদ, ১১৪.৯০১ কেজি গাঁজা। যার মূল্য ৪ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৩৫ টাকা। জব্দকৃত অন্যান্য চোরাচালানদ্রব্যের মধ্যে রয়েছে ২৭ কেজি ১১৬.৯০৯ গ্রাম স্বর্ণ। যার মূল্য ১৮ কোটি ২১ লাখ ২১ হাজার ৮৪৯ টাকা।
বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৫৪৩টি মামলায় ৭৭ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে এক হাজার ৯৩০ জন বাংলাদেশি নাগরিক এবং ২২জন ভারতীয় নাগরিকসহ ৪৯ জন দালালকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।