মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন (ভূমি) সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।
বজরাপুর গ্রামের ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান ইউনিয়ন ভূমি সহাকারী আরিফ উদ্দিনের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন। আরিফ উদ্দিন উৎকোচ ছাড়া কোন কাজ করেন না। গত ৭ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান তার অফিসে খাজনা দিতে গেলে অতিরিক্ত টাকা দাবি করেন। তিনি দিতে অস্বীকার করলে তাকে অপমান করে অফিস থেকে বের করে দেন।
ইঞ্জিনিয়ার মোমিন জানান, তার খাজনার পরিশোধের দাখিলা থাকলেও অফিস ভলিয়মে নায়েব এন্ট্রি করেননি।
নায়েব আরিফ উদ্দিন মানুষের সাথে অশালীন আচরণসহ দুর্ব্যাবহার করেন। মানুষ খাজনা দিতে গেলে রশিদ বই নেই এ ধরণের অজুহাতে ঘুরাতে থাকেন এবং হয়রানি করেন। নাম খারিজের জন্য সাধারন মানুষের কাছ থেকে সরকারি ফি ছাড়াও তিনগুন বেশি টাকা নেয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নায়েব আরিফ উদ্দিন জানান, তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।