মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ-জীবনগর সড়কে গাছ ফেলে মহেশপুর উপজেলার তুষার সিরামিক সংলগ্ন বাঁকড়ার খাল নামক স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুন) ভোররাত ৩টার দিকে দর্শনা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতির কবলে পড়ে।
পরিবাহনের সুপারভাইজার প্রান্ত জানান, ডাকাতদলের দুজন অস্ত্র নিয়ে গাড়ির মধ্যে উঠে তার কাছে থাকা টাকা-পয়সা যা ছিলো ছিনিয়ে নেয়। এ সময় পেছন থেকে আরো দুটি গাড়ি পূর্বাসা ও গোল্ডেন লাইন এবং পুলিশের গাড়ির ঘটনাস্থলে পৌঁছানোর খবরে ডাকাতদল পালিয়ে যায়। প্রান্ত আরো জানান, দুজন গাড়িতে উঠে এবং নিচে ৫-৬ জন ধারালো অস্ত্রসহ দাঁড়িয়ে থাকে।
হাইওয়ে পুলিশের ডিউটিরত এসআই সঞ্জয় জানান, পুরুন্দপুর তুষার সিরামিকসের কাছে পৃথক দুই স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিলো কিন্তু কোনো কিছু নিতে পারেনি। ফতেপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. মন্টু জানান, তাকে পুলিশ ফোন করে ডেকে নিয়ে যায় এবং স্থানীয় লোকজন ডেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তিনি বলেন, দুটি গাছ কেটে পৃথক সময় ডাকাতি করা হয়। প্রথমে পরিবহন আটকায় পরে আলমসাধু ও পিকআপ আটকিয়ে ডাকাতি করে। ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু জানান, সকালে গ্রামপুলিশ আবু তালেব ও হারুণ ফোন করে ঘটনা জানালে সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দুটি গাছ কাটা হয়েছে দেখতে পান।