মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুরে যাদবপুর ও শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে নারী ও শিশুসহ ১৬ জন আটক। রোববার ভোরে ৫৮ বিজিবি তাদেরকে আটক করে।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি’র অধিনস্ত যাদবপুর ও শ্যামকুড় বিওপি’র টহল দল পৃথক অভিযান চালিয়ে নেপারমোড় ও বড়বাড়ি মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করে। আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ২জন নারী ও ৪ জন শিশু রয়েছে। আটকরা জানায়, তাদের বাড়ি গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর ও খুলনা জেলায়।
৫৮ বিজিবি’র অধিনায়ন লে. কর্নেল শাহীন আজাদ জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে।