মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩০ জন আটক। শনিবার সকালে ৫৮ বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
৫৮ বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির টহল দল মাটিলা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটকদের মধ্যে ১০ জন নারী, ১৩ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছে। আটককদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলায়।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান আটকদের আদালতে পাঠানো হয়েছে।