কল্যাণ ডেস্ক: মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরবেলা মহেশ বাবুর বাবা দক্ষিণী ছবির কিংবদন্তি তারকা ঘাট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত কয়েকদিন ধরেই শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন মহেশ বাবুর বাবা। সোমবার (১৪ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে হায়দরাবাদের কনটিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
গত ২৮ সেপ্টেম্বর মা হারিয়েছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবুর। মা মারা যাওয়ার কয়েক মাস আগে ভাই রমেশকে হারিয়েছেন মহেশ। এবার চলে গেলো বাবাও।
প্রসঙ্গত, পাঁচ দশক আগে সিনেমায় ক্যারিয়ার শুরু করেছিলেন ঘাট্টামানেনি শিবা রামা কৃষ্ণা মূর্তি। তিনি শিবা নামেই বেশি পরিচিত। ৩৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করেছেন। ২০০৯ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হন শিবা।