নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে যশোর। সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে মাগুরাকে ৯৩ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় তুলে নেয় গৌতম দত্তের শিষ্যরা।
টসে জিতে মাগুরার অধিনায়ক নাফিস হাসান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বল হাতে দারুণ শুরু এনে দেয় যশোরের পেসার আসিফ জামান সেতু। প্রথম বৈধ ডেলিভারিতে মাগুরার ওপেনার সামিউলকে বোল্ড করে দেন। যদিও এর আগের ডেলিভারিতে ওয়াইড দেন। প্রথম বলে উইকেট নিয়ে যে চাপ সৃষ্টি করে সেতু তা অব্যাহত রাখে অপর পেসার সিয়াম। উইকেট না পেলেও চার ওভারে ১টি মেডেনসহ দেন ৭ রান। প্রথম বলে উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠার চেষ্টা করলে তা সফল হতে দেননি যশোর তিন স্পিনার ফারহান সিদ্দিকী, আরিফুজ্জামান ও সানোয়ার হোসেন। তিন স্পিনারের আক্রমণে ৩১ ওভার ১ বলে ৯৩ রানে গুটিয়ে যায় মাগুরা। ব্যাট হাতে মাগুরার ৭১ বলে ৪টি চারে সর্বোচ্চ ৩৪ ও নাফিস হাসান ১১ রান করে। এর বাইরে আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
বল হাতে যশোরের ফারহান সিদ্দিকী বাঁহাতের ভেলকিতে তিন উইকেট নেয়। ফারহান ৮ ওভার হাত ঘুরিয়ে ৪টি মেডেনসহ দেয় মাত্র ১৩ রান। আর এক বাঁহাতি স্পিনার সানোয়ার হোসেন ৭ ওভারে ২টি মেডেনসহ ২৮ রানে ও অফ স্পিনার আরিফুজ্জামান ২টি উইকেট দখল করে।
৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাহিনুর রহমানের উইকেট হারিয়ে ১৫ ওভার ২ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় যশোর। মাহিনুর সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৪টি চারে ২২ রান করে। অপর ওপেনার মুবতাসিম সাদিক ৪৪ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৪৩ রানে ও কাবিদ আল সিয়াম ২২ বলে ২টি চার ও একটি ছয়ে ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে। মাগুরার আল রাব্বি একমাত্র উইকেট দখল করে।
১৭ জানুয়ারি যশোর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চুয়াডাঙ্গার মুখোমুখি হবে যশোর। ২০ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশোরের প্রতিপক্ষ সাতক্ষীরা।