মাগুরা প্রতিনিধি: আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় ঐতিহাসিক নোমানী ময়দানের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়ামে কর্মী সমাবেশ হয়েছে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, অ্যাড. আমিরুল আলম, শেখ সারহান নাসের তন্ময় এমপি, অ্যাড. গ্লোরিয়া পারভীন জামান, অ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি, ড. বীরেন শিকদার এমপি প্রমুখ।
আরও পড়ুন: