মাগুরা প্রতিনিধি :
গ্রাম্য সামাজিক দলাদলির জেরে মাগুরা সদরের শ্রীরামপুর গ্রামে জাহিদ জোয়ার্দ্দার (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করছে প্রতিপক্ষ। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই সাইদ জোয়ার্দ্দার অভিযাগ করেন, তার ভাই নিহত শনিবার বিকেলে শ্রীরামপুর মাঠে সার দিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় মাঠেই পতিপক্ষ আরজুর লোকজন তার দুই পা সহ শরীরর বিভিন্ন স্থানে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রাখে। পরে এলাকার লাকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। রাতেই ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। রোববার পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গৌতম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এ ঘটনায় লিখিত অভিযাগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।