মাগুরা প্রতিনিধি
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর আহ্বানে মাগুরায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন মাগুরার শালিখা উপজেলার সব্দালপুর ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।
বৃহস্পতিবার এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরমধ্যে ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রুবেল বিশ্বাস, রিয়াদ হোসেন, শিমুল রায়, সৌরভ মন্ডল, প্রন্ত রায় ও সব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হাসান এলিট, সহ-সভাপতি মেহেদী হাসান রাকিবসহ আরো অনেকে ধান কাটায় অংশ গ্রহণ করেন।
কৃষক জয়ন্ত মন্ডল বলেন, ধান কাটা শ্রমিকদের মজুরি অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই বেশি। ঝড়বৃষ্টির শঙ্কায় ৫৫ শতক জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আমার খুব উপকার হয়েছে। ছাত্রলীগের ভাইদের ধন্যবাদ জানায়।
ছাত্রলীগ নেতা রুবেল বিশ্বাস বলেন, ঝড়বৃষ্টিতে বিপাকে পড়েছেন দরিদ্র কৃষক। তারা শ্রমিক দিয়ে ধান কাটতে না পারায় দুশ্চিন্তায় ছিলেন। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। কৃষক বাঁচলে বাঁচবে দেশ।
সর্বশেষ
- খুলনা বিভাগে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী, শৃঙ্খলা রক্ষায় কঠোর হাইকমান্ড
- মায়ের পথচলা যেখানে থেমেছে, সেখান থেকেই এগিয়ে নেওয়ার শপথ তারেক রহমানের
- বেনাপোল কাস্টমসের শীর্ষ পদে পরিবর্তন, বদলি ১৭ কমিশনার
- জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া
- মায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে
- খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
- যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ
- খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
