মাগুরা প্রতিনিধি
মাগুরায় বেগম (৬৫) নামে নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মাগুরা শহরের ভায়না টিবি ক্লিনিক পাড়ার বাসিন্দা।
মৃতের বড় ছেলে নয়ন শেখ জানান, তার মা শাকপাতা তুলে শহরের ভায়না কাঁচা বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতো শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি ফেরেননি। শনিবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্থানীয়রা এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে।
মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, শনিবার সকালে এক মহিলার মরদেহ ভাসছে এমন সংবাদ আসে পুলিশের কাছে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পাড়ে শাকপাতা তুলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যান তিনি। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।