মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে অভিনব কায়দায় ফেনসিডিল বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ শনিবার গভীর রাতে উপজেলার ওয়াপদা এলাকা থেকে ১১ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেড়া গ্রামের বাসিন্দা।
শনিবার রাত অনুমান ১ টার দিকে উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা মহাসড়কে বিশেষ অভিযানকালে ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের গতিরোধ করে তরিকুল ইসলাম (৩২) কে আটক পূর্বক ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।