মাগুরা প্রতিনিধি
বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে মাগুরা জেলা শহরের ভায়না মোড় এলাকায় এসবি এক্সক্লুসিভ নামে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বিএনপির ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩শ’ জনের নামে মামলা হয়েছে মাগুরা সদর থানায় ।
সোমবার (৩০ অক্টোবর) সকালে আগুনে ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাস এসবি এক্সক্লুসিভের মালিক মোশারফ হোসেন মাগুরা সদর থানায় এ মামলাটি দায়েরে করেন। ইতোমধ্যে এ মামলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন, গতকাল (২৯ অক্টোবর) হরতাল চলাকালে দুপুর আড়াইটার দিকে মাগুরা ভায়না মোড়ে কিছু পিকেটার অতর্কিত এসে একটি বাসে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাগুরা ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাসে থাকা যাত্রীদের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বাসের সিটে আগুন লাগার কারণে বাসের ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় বাসটির মালিক মোশারফ হোসেন রোববার সকালে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, পৌর সভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজা মিয়া, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তালিকাভুক্ত অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
