মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মাদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের আবু বক্কার শেখ ওরফে ধনী বক্কারের লাশ বুধবার ৯ নভেম্বর অনুমান সকাল ১১ টার সময় ফরেনসিক পোস্ট মর্টেমের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
গত ২ অক্টোবর হৃদরোগে তার মৃত্যু হয়েছে প্রচার করে স্ত্রী সীমা পারভীন তড়িঘড়ি লাশ দাফন করে। পরে এ ঘটনায় ১১ অক্টোবর মৃতের বড় ছেলে মা সীমা পারভীন ও হিরকসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন।
মামলায় বলা হয়েছে- আবু বক্কারকে চেতনা নাশক ওষুধ সেবন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়। ওই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মহম্মদপুর বাসুদেব কুমার মালো, মাগুরা সদর হাসপাতালের ইএমও ডা. সৌরভ সাহা, মহম্মদপুর থানার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান, এসআই হাবিবুরসহ পুলিশ সদস্য, বালিদিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আ. মান্নান, মাগুরা সদর হাসপাতালের লাশ ঘরের ডোম মানু কুমার ও বিজলী রাণীসহ প্রশাসনের সদস্য ও সাংবাদিকগণ।