মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ।
মুখ্য আলোচক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রহমান, আহম্মদ আলী হোসেন, জিয়াউল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম।
অনুষ্ঠানে তিন শতাধিক ছাত্র, শিক্ষক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে কুইজে বিজয়ী ছয় জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।